| শুক্রবার, ২৬ জুন ২০২০
বিধান রায়,গোপালপুর টাংগাইল প্রতিনিধিঃ
মুজিববর্ষ উপলক্ষে কেন্দ্রীয় কর্মসুচীর অংশ হিসেবে ২৫ জুন বৃহস্পতিবার গোপালপুর উপজেলার মির্জাপুর ইউনিয়নের মোহনপুর পাবলিক উচ্চ বিদ্যালয়, মোহনপুর প্রাথমিক বিদ্যালয়,মোহনপুর কোরআন ও নুরানি মাদ্রাসা প্রাঙ্গণে ও ধুলটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মির্জাপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি এবং ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সহ-সম্পাদক হিমেলুর রহমান হিমেলের নেতৃত্বে বৃক্ষ রোপন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক তোফাজ্জল হোসেন তুলা, সহকারী প্রধান শিক্ষক নেপাল চন্দ্র সরকার, মোহনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়” ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ফারুক আহমেদ মোহনপুর কোরআন ও নূরানী মাদ্রাসা” হাফেজ আল-আমীন এবং “ধূলটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শাহ আলী পিন্টু।
বৃক্ষ রোপনকালে যুবলীগ নেতা হিমেলুর রহমান হিমেল বলেন, দেশের যে কোন ক্লান্তিলগ্নে যুবলীগের ভুমিকা রয়েছে অপরিসীম। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা’র নিদের্শে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে বাংলাদেশ আওয়ামী যুবলীগ । এর ধারাবাগিকতায় কেন্দ্রীয় কর্মসুচীর অংশ হিসেবে বৃক্ষ রোপন করা হয়।
Posted ৪:৪৯ অপরাহ্ণ | শুক্রবার, ২৬ জুন ২০২০
দৈনিক প্রথম দৃষ্টি | প্রথম দৃষ্টি