| শুক্রবার, ১৭ এপ্রিল ২০২০
ময়মনসিংহ প্রতিনিধিঃ
ময়মনসিংহের গৌরীপুরে প্রতিবেশী চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে আহত স্কুলছাত্র মোস্তাকিম বিল্লাহর (১৬) মৃত্যু হয়েছে। তিনি উপজেলার ভাংনামারী ইউনিয়নের ভোলার আলগী গ্রামের মাহমুদুল হাসানের ছেলে।
শুক্রবার(১৭এপ্রিল)দিবাগত রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। জানা যায়, মোবাইল সংক্রান্ত বিষয় নিয়ে মোস্তাকিম বিল্লাহর সঙ্গে বিরোধ চলছিল।
গত মঙ্গলবার রাতে মসজিদ থেকে এশার নামাজ পড়ে বাড়ি ফিরছিলেন মোস্তাকিম।এসময় মোশারফ তার গতিরোধ করে ধারালো ছুরি দিয়ে বুকে-পেটে আঘাত করে রক্তাক্ত করে।
পড়ে স্থানীয়দের সহযোগিতায় পরিবারে লোকজন রাতেই আহত মোস্তাকিমকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) বোরহান উদ্দিন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। এবং ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল গিয়ে ছুরিটি উদ্ধার করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানে হয়েছে। পুলিশ আসামিদের গ্রেফতার চেষ্ঠা চালাচ্ছে।
Posted ১১:০৯ পূর্বাহ্ণ | শুক্রবার, ১৭ এপ্রিল ২০২০
দৈনিক প্রথম দৃষ্টি | প্রথম দৃষ্টি