| মঙ্গলবার, ০৫ মে ২০২০
বিধান চন্দ্র রায়,ঘাটাইল প্রতিনিধি :
টাংগাইল জেলার ঘাটাইল উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন (
বিদ্যুৎ) সহস্রাধিক কর্মহীন মানুষের মাঝে ত্রান সহায়তা প্রদান করেছেন।
আজ মঙ্গলবার ঘাটাইল উপজেলার দিগলকান্দি ইউনিয়নের পারসী, জোৎনাসর, কাগমারী বৈলতৈল তিনি কর্মহীন মানুষের মাঝে খাদ্য সহায়তা প্রদান করেছেন। এর আগে
তিনি একই ইউনিয়নের বাগুনডালী,মাইজবাড়ী তিনি অসহায় দরিদ্র মানুষকে ত্রান
সহায়তা প্রদান করেছেন। করোনা মহামারী পরিস্থিতিতে স্থানীয় সেচ্ছাসেবী সংস্থার সেচ্ছাসেবীর সাথে নিয়ে গ্রামে ঘুরে ঘুরে ত্রান কার্যক্রম পরিচালনা করছেন। তার ত্রানে ৫ কেজি, চাল ১ কেজি ডাল ১কেজি আলু ও সাবানছিল।
স্থানীয় সেচ্ছাসেবী মো: নাজমুল ইসলাম বলেন জনদরদী আব্দুল্লাহ আল মামুন
বিদ্যুৎ এর মহানুভবতা সমাজে দৃষ্টান্ত ও অনুপ্রেরণা হয়ে থাকবে। তিনি
প্রমাণ করেছেন জনদরদী হতে হলে জনপ্রতিনিধি হতে হয় না, মানুষকে ভালবাসতে হলে মন হলেই চলে।
এ ব্যাপারে আব্দুল্লাহ আল মামুন বিদ্যুৎ জানায় করোনা মহামারীতে কর্মহীন
হত দরিদ্র মানুষের কথা চিন্তা করে সম্পূর্ণ ব্যক্তিগত তহবিল থেকে এ ত্রান কার্যক্রম পরিচালনা করছেন। তিনি মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদের সন্তান এবং তৃণমূল আওয়ামীলীগের এক নিষ্ঠ কর্মী।
Posted ৪:১০ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৫ মে ২০২০
দৈনিক প্রথম দৃষ্টি | প্রথম দৃষ্টি