| সোমবার, ০৪ মে ২০২০
বিধান চন্দ্র রায়,ঘাটাইল টাংগাইল প্রতিনিধি:
বিশ্বব্যাপী মহামারী করোনা ভাইরাসে আজ মানুষের জীবন মহাসংকটে ফেলে দিয়েছে। বিশেষ করে দেশের নিম্ন আয়ের মানুষের জীবনে নেমে এসেছে অবর্ণনীয় কষ্ট। হোটেল, চায়ের দোকান, রেঁস্তোরাসহ অন্যান্য দোকান পাট বন্ধ, ঘরথেকে বের না হওয়া, হাতে কাজ না থাকায় কর্মজীবি মানুষ হয়ে পড়েছে কর্মহীন।
সরকারের পাশাপাশি সমাজের বিত্তবান মানুষ এই করোনা সংকট মোকাবিলায় সাধারণ মানুষের পাশে দাঁড়াচ্ছেন। করোনা ভাইরাস মোকাবেলায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে ঠিক এমন সময় মানবতার হাত বাড়িয়ে দিয়ে প্রধানমন্ত্রীর
নির্দেশক্রমে ভাল প্রতিবেশী ভালবাস এই শ্লোগানকে সামনে নিয়ে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার দেউলাবাড়ী ইউনিয়নের শালিয়াজানি আর্ন্তজাতিক সাহায্যকারী সংস্থা গুডনেইবারস বাংলাদেশ ঘাটাইল সিডিপির উদ্যোগে খাদ্য সামগ্রী উপহার দেওয়া হয়েছে। সোমবার (৪ এপ্রিল) দুপুরে গুডনেইবারস সিডিপি প্রাঙ্গণে গরীব অসহায় কর্মহীণ হয়ে পড়া ৫শত পরিবারের মাঝে ১ টি প্যাকেট খাদ্য সামগ্রী উপহার দেওয়া হয়। প্রতি প্যাকেটে তাদের জন্য রয়েছে নিত্য
প্রয়োজনীয় দ্রব্য- চাউল,ডাউল, লবণ ও সাবান । গুডনেইবারস বাংলাদেশ ঘাটাইল।সিডিপির ম্যানাজার মো.জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন, ঘাটাইল উপজেলা নির্বাহীন অফিসার অঞ্জন
কুমার সরকার, দেউলাবাড়ী ইউপি চেয়ারম্যান মো.রফিকুল ইসলাম খান, পিআইও
এনামুল হক, ইউপি মেম্বার হাজী চান মিয়া,প্রোগ্রাম অফিসার বিপ্লব, কুমার,মেডিক্যাল অফিসার সুমন কুমার,শিক্ষক সেলিম হোসেন, আইজি অফিসার
মো.মাহমুদুল হাসানসহ সিডিপির ভলেন্টিয়ারা ও স্থানীয়রা উপস্থিত ছিলেন।
Posted ৪:২৭ অপরাহ্ণ | সোমবার, ০৪ মে ২০২০
দৈনিক প্রথম দৃষ্টি | প্রথম দৃষ্টি