| বুধবার, ২৪ জুন ২০২০
বিধান চন্দ্র রায়,গোপালপুর টাংগাইল প্রতিনিধিঃ বুধবার টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার পৌর এলাকার চান্দশী দক্ষিনপাড়া বাল্য বিয়ে আয়োজন করার অপরাধে জরিমানা করেছে উপজেলা নির্বাহী অফিসার অঞ্জন কুমার সরকার। মেয়েটির বাবার নাম জয়নাল তিনি ভাড়া বাসায় থাকেন।মেয়েটি একটি কারিগরী শিক্ষাপ্রতিষ্ঠানে পড়াশোনা করেন।
উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) অঞ্জন কুমার সরকার জানায় বুধবার ঘাটাইল উপজেলা চান্দশী দক্ষিনপাড়া জয়নাল আবেদীন তার মেয়েকে পার্শ্ববর্তী উপজেলা মধুপুর কোম্পানীতে চাকরীরত ছেলের বিয়ে দেওয়ার জন্য আয়োজন করেন। এসময় প্রশাসন খবর পেয়ে তার বাড়িতে গিয়ে বাল্য বিয়ে বন্ধ করেন। এবং তাদের কে ২০১৭ সালের বাল্য বিয়ে নিরোধ আইন ৮ধারায় বাবা মাকে পাঁচ হাজার টাকা জরিমানা করেন। মেয়ে সাবালিকা না হওয়া পর্যন্ত বিয়ে দেওয়া যাবে না বলে জানিয়ে আসেন।
এ বিষেয়ে ঘাটাইল উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) অঞ্জন কুমার সরকার মুঠোফোনে জানায় বাল্যবিবাহ একটি জাতিকে রুগ্ন করে দেয়,করে দেয় মেধাশূণ্য। মেয়েটি শুধু নিজেই শারীরিক ঝুঁকিতে পড়ে না তার পরবর্তি প্রজন্মকেও ঝুঁকিতে ফেলে৷ তাই তাকে সঠিক বয়সে বিয়ে দেওয়া উচিত।
Posted ৪:৫৬ অপরাহ্ণ | বুধবার, ২৪ জুন ২০২০
দৈনিক প্রথম দৃষ্টি | প্রথম দৃষ্টি