| শনিবার, ০৯ মে ২০২০
বিধান চন্দ্র রায়,ঘাটাইল প্রতিনিধি
করোনা ভাইরাস সংক্রমণের পরিপ্রেক্ষিতে সৃষ্ট সংকটে চলমান লকডাউনে সামাজিক দুরত্ব বজায় রেখে তৃতীয় ধাপে গৃহবন্দি কর্মহীন ও হতদরিদ্র মানুষদের জন্য টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সহসভাপতি সৈয়দ তুহীন আব্দুল্লাহর ছেলে মিলাতী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ এহসান আব্দুল্লাহর পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন ঘাটাইল পৌর মেয়র শহীদুজ্জামান খান ভিপি শহীদ।
ঘাটাইল সরকারী পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে পৌর এলাকার ১০৯ জন হতদরিদ্র, কর্মহীন মানুষের মধ্যে শুক্রবার (৮ মে) বিকেল ৫টায় এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
এ সময় ঘাটাইল পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক শহীদুজ্জামান খান বলেন, বিশ্ব আজ মহামারী করোনা ভাইরাসের আক্রান্ত। সারাবিশ্বের মতো আমাদের বাংলাদেশও আক্রান্ত হয়েছে। আমি পৌরসভার পক্ষ থেকে আমাদের ঘাটাইলের বিভিন্ন জায়গায় যারা ধর্নাঢ্য ব্যক্তি রয়েছে তাদের কাছে আমি আহবান করেছিলাম গরীব অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য। আমার আহবানে তেমনি একজন সারা দিয়েছেন টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সহসভাপতি সৈয়দ তুহীন আব্দুল্লাহর ছেলে ও মিতালী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক সৈয়দ এহসান আব্দুল্লাহ মিথুন। এই পৌরসভায় অসহায় মানুষদের জন্য ১০৬টি প্যাকেট পাঠিয়েছেন আমি তাকে ধন্যবাদ জানাই।
Posted ১১:৪৮ পূর্বাহ্ণ | শনিবার, ০৯ মে ২০২০
দৈনিক প্রথম দৃষ্টি | প্রথম দৃষ্টি