| রবিবার, ১০ মে ২০২০
বিধান চন্দ্র রায়,ঘাটাইল প্রতিনিধিঃ
টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের সংসদ সদস্য আলহাজ্ব আতাউর রহমান খান ঘাটাইল উপজেলার একটি মাদরাসা ও দুইটি সেতুর প্রায় ৩ কোটি ৬০ লাখ টাকার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেছেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের অধীনে ২ কোটি ৯৩ লাখ টাকা ব্যয়ে উপজেলার ফুলহারা দাখিল মাদরাসার চার তলা একাডেমিক ভবন নির্মাণ, ত্রাণ ব্যবস্থাপনা ও দুর্যোগ মন্ত্রনালয়ের আওতাধীণ ৩৩ লাখ ১৬ হাজার ৭’শ ৯৪ টাকা ব্যয়ে আনেহলা ইউনিয়নের গৌরাঙ্গী হোসেনের বাড়ির পাশে ও দিগর ইউনিয়নের ছামনা ভাদাইলা রাস্তার খোরশেদের বাড়ীর পূর্ব পাশ্বের খালের উপর দু’টি সেতুর উদ্বোধন করেন স্থানীয় এমপি।
এ সময় উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য আলহাজ্ব আমানুর রহমান খান রানা, উপজেলা নিবার্হী অফিসার অঞ্জন কুমার সরকার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ এনামুল হক, দিগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ মামুন, উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক সুমন খান বাবু, কদমতলী বাজার বণিক সমিতির সভাপতি মো. সাইফুল ইসলাম লিটন, দিগড় ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ইমরান হাসান জনি, ইউপি মেম্বার মো.শফিকুল ইসলাম শফি, দিগড় ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল লতিফ প্রমুখ।
Posted ৫:১৪ পূর্বাহ্ণ | রবিবার, ১০ মে ২০২০
দৈনিক প্রথম দৃষ্টি | প্রথম দৃষ্টি