| মঙ্গলবার, ১৯ মে ২০২০
চট্টগ্রাম(উত্তর)প্রতিনিধিঃ
করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন চট্টগ্রামের আরও তিন সাংবাদিক।
সোমবার (১৮ মে) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় সূত্রে এ তথ্য জানা যায়।
করোনায় আক্রান্ত তিন সাংবাদিক হলেন, চ্যানেল টোয়েন্টিফোরের স্টাফ রিপোর্টার জোবায়ের মনজুর, ক্যামেরাপারসন হারুন উর রশিদ এবং ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের ক্যামেরাপারসন আলমগীর হোসেন।
চ্যানেল টোয়েন্টিফোরের রিজিওনাল এডিটর কামাল পারভেজ বলেন, দু’জনেরই এক সপ্তাহ আগে হালকা জ্বর ছিল। তখন থেকেই তারা বাসায় কোয়ারেন্টিনে ছিলেন। তবে এখন কোনো উপসর্গ বা সমস্যা নেই। বাসাতেই আছেন। সুস্থ আছেন। আমরা সার্বক্ষণিক তাদের খোঁজ রাখছি।
ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের ব্যুরো প্রধান অনুপম পার্থ বলেন, সম্প্রতি একটি অনুষ্ঠানে এক করোনা পজেটিভ আত্মীয়ের সঙ্গে দেখা হওয়ার পর আমরা আলমগীরকে পরীক্ষা করার অনুরোধ করি। আজ প্রকাশিত প্রতিবেদনে তিনি করোনা পজেটিভ শনাক্ত হন। আলমগীর গত ৭ মে থেকে ছুটিতে আছেন। তার কোনো লক্ষণ ছিলো না, এখনও নেই।
Posted ৯:৪৫ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১৯ মে ২০২০
দৈনিক প্রথম দৃষ্টি | প্রথম দৃষ্টি