| রবিবার, ১০ মে ২০২০
চট্টগ্রাম সংবাদদাতাঃ
চট্টগ্রামে মরণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা খুব দ্রুত গতিতে বেড়েই চলছে।গতকাল শনিবার থেকে ৩ টি ল্যাবে নমুনা সংগ্রহ করা শুরু হয়েছে,পরীক্ষার সংখ্যাও আগের চেয়ে অনেক বৃদ্ধি পেয়েছে। তবে রবিবার (১০ মে) দুপুরে শুধুমাত্র চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্স বিশ্ববিদ্যালয়ের ল্যাবে রেকর্ড ৫৩ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। যার মধ্যে চট্টগ্রাম জেলার ৩৫ জন।
চট্টগ্রাম সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বী গণমাধ্যমকে বলেন,
চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয়ের ল্যাবে করোনা ( কোভিড ১৯) পরীক্ষায় ৯৭ জনের নমুনা পরীক্ষা করে ৫৩ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। তারমধ্যে চট্টগ্রাম জেলার ৩৫ জন। বাকিরা অন্যান্য জেলার বাসিন্দা।
চট্টগ্রামের ৩৫ জনের মধ্যে লোহাগাড়ার ১৪ জন, রাঙ্গুনিয়ার ১০ জন, সন্ধীপ ৭ জন, রাউজান ১ জন, বাঁশখালী ১ জন, মহানগর ২ জন। এছাড়াও অন্যান্য জেলার মধ্যে নোয়াখালী ৮ জন, ফেনী ৭ জন ও লক্ষ্মীপুর ৩ জন রয়েছে।
Posted ১:০৭ অপরাহ্ণ | রবিবার, ১০ মে ২০২০
দৈনিক প্রথম দৃষ্টি | প্রথম দৃষ্টি