| শনিবার, ০২ মে ২০২০
চট্টগ্রাম সংবাদদাতাঃ
গত ২৪ ঘন্টায় চট্টগ্রামে আরও তিনজন করোনা (কোভিড-১৯) আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। ফৌজদারহাটে অবস্থিত বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ১৭৭ জনের নমুনা পরীক্ষা করে তারমধ্যে ৬ জন করোনা রোগী শনাক্ত হয়।এর মধ্যে চট্টগ্রামের ৩ জন। নোয়াখালীর ৩ জন।
শনিবার (২ মে ) রাতে চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবীর গণমাধ্যমে জানান, গত ২৪ ঘন্টায় বিআইটিআইডিতে ১৭৭ জনের নমুনা পরীক্ষা করে তারমধ্যে ৬ জনের শরীরে করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। এদের মধ্যে চট্টগ্রামের ৩ জন।তারা হলেন, চন্দনাইশ উপজেলার হরলা ৪ নম্বর ওয়ার্ড কেরানী বাড়ির একজন মেয়ে বয়স ১৫ বছর,সন্দীপ উপজেলার খান সেবা বাড়ি ৩ নম্বর ওয়ার্ডের পুরুষ বাসিন্দা, বয়স ২৪ বছর এবং রাঙ্গুনিয়ার ইউএনও অফিসে কর্মরত একজন মহিলা, বয়স ৪৫ বছর। বাকি তিনজন নোয়াখালী জেলার। তাদের মধ্যে হাতিয়া উপজেলার ২ জন,এক মহিলা বয়স ২৩ বছর,আরেকজন পুরুষ বয়স ২৮ বছর, অন্যজন নোয়াখালী সদর থানার পুরুষ বাসিন্দা,বয়স ২৫ বছর।
নতুন আক্রান্ত ৩ জন সহ চট্টগ্রামে মোট করোনা পজেটিভ শনাক্ত হওয়া রোগীর সংখ্যা গিয়ে দাঁড়ালো ৮১ জনে। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২০ জন। মারা গেছেন ৬ জন।
ডিআই
Posted ৫:২৫ অপরাহ্ণ | শনিবার, ০২ মে ২০২০
দৈনিক প্রথম দৃষ্টি | প্রথম দৃষ্টি