| শুক্রবার, ০৮ মে ২০২০
চট্টগ্রাম সংবাদদাতাঃ
বন্দরনগরী চট্টগ্রামের আকবর শাহ থানা এলাকায় চোরাইকৃত মোটরসাইকেল সহ ৩ জন ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেফতারের পর বৃহস্পতিবার (৭ মে) সকালে তাদের চট্টগ্রাম আদালতে প্রেরণ করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন মো. মামুন (৩৪), হৃদয় (২০) ও বিমল প্রকাশ সোহেল (২৪)।এরা তিনজনই নোয়াখালী জেলার বাসিন্দা।
আকবর শাহ থানার উপ-পরিদর্শক বদিউল আলম ঢাকা ১৮ ডটকমকে বলেন, গ্রেপ্তারকৃত তিনজনই ‘প্রফেশনাল’ ছিনতাইকারী। রিকশা চালক সেজে বিভিন্ন এলাকার গিয়ে কয়েকদিন থাকার পর ছিনতাইয়ের ছক তৈরি করে তারা।ছদ্মবেশ ধরে মূলত সুযোগের অপেক্ষায় উৎপেতে বসে থাকে। সময় বুঝেই কৌশলে মানুষের মোটরসাইকেল চুরি করে। তাদের একটি মামলার সূত্র ধরে টানা দুইদিন অভিযান চালিয়ে নোয়াখালী ও কুমিল্লা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার দুপুরে তাদের কোর্টে প্রেরণ করা হয়।
প্রসঙ্গত, গত ৩০ এপ্রিল আকবর শাহ থানার বিশ্ব কলোনিতে টিবিএস এপাসি ও সুজুকি নামের দুটি মোটরসাইকেল গ্যারেজ থেকে চুরি হয়। এ ঘটনায় থানায় মামলা দায়ের করেন আতিকুর রহমান ও মো. নুরুন্নবী নামের দুই ব্যক্তি। সেই মামলার সূত্র ধরে প্রফেশনাল ছিনতাইকারীর ৩ সদস্যদের গ্রেফতার করে পুলিশ।
Posted ৭:৫২ পূর্বাহ্ণ | শুক্রবার, ০৮ মে ২০২০
দৈনিক প্রথম দৃষ্টি | প্রথম দৃষ্টি