| শুক্রবার, ০৮ মে ২০২০
চট্টগ্রাম(উত্তর)প্রতিনিধি
চট্টগ্রামের বিআইটিআইডিতে নমুনা পরীক্ষা করে চট্টগ্রামে ১৮ জন নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছেন। এদের মধ্যে ১ জন মৃত্যুবরণ করেছেন। এছাড়া চট্টগ্রামের বাইরে ভিন্ন জেলায় ১ জন করোনায় আক্রান্ত হয়েছেন।
বৃহস্পতিবার বার (৭ মে) রাতে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, চটগ্রামের বিআইটিআইডি তে নমুনা পরীক্ষা করে লোহাগাড়া উপজেলায় ৩ জন, সাতকানিয়া উপজেলায় ১ জন, নগরীর আকবর শাহ এলাকায় ১ জন, হালিশহরে ২ জন, সাগরিকায় ১ জন, দক্ষিণ নালাপাড়ায় ১ জন, এনায়েত বাজারে ২ জন, ঈদগাহ এলাকায় ২ জন, রাহাত্তারপুলে ১ জন, পাচলাইশে ১ জন, শলকবহরে ১ জন, কোতোয়ালিতে ১ জন ও কর্ণেলহাটে ১ জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে সাগরিকার ১ জন রোগী মৃত্যুবরণ করেছেন। এছাড়া চট্টগ্রামের বাইরে ভিন্ন জেলায় ১ জন করোনায় আক্রান্ত হয়েছেন।
তিনি আরও বলেন, আজ বিআইটিআইডিতে ১৯৮ জনের নমুনা পরীক্ষার মধ্যে ১৯ জনের পজেটিভ এসেছে।
সবমিলিয়ে চট্টগ্রামে করোনা রোগীর সংখ্যা বেড়ে দাঁড়ালো ১২৯ জনে। এ নিয়ে চট্টগ্রামে মৃত্যুবরণ করেছেন ৮ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩২ জন
Posted ২:৪৭ পূর্বাহ্ণ | শুক্রবার, ০৮ মে ২০২০
দৈনিক প্রথম দৃষ্টি | প্রথম দৃষ্টি