| বৃহস্পতিবার, ২৮ মে ২০২০
চট্টগ্রাম(উত্তর)প্রতিনিধিঃ
চট্টগ্রামে নতুন করে আরও ২১৫ জনের শরীরে করোনা পজেটিভ পাওয়া গেছে। এ নিয়ে চট্টগ্রামে ২ হাজার ২০০ জনের করোনা শনাক্ত হয়েছে।
বুধবার দিবাগত রাত সোয়া ১টায় চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এ তথ্য জানান।
চট্টগ্রামের তিনটি এবং কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে নমুনা পরীক্ষায় নতুন আক্রান্তদের মধ্যে জন ১৮২ চট্টগ্রাম নগরের এবং ৩৩ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।
চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, চট্টগ্রামে মোট ৬০২ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে বিআইটিআইডিতে ২০৯টি নমুনা পরীক্ষা করে ৩৮ জন, সিভাসুতে ১০০টি নমুনা পরীক্ষা করে ৩৬ জন, চমেক ল্যাবে ২৫৯টি নমুনা পরীক্ষা করে ১৩৮ জনের করোনা পজেটিভ পাওয়া যায়।
এদিকে কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে ৩৪টি নমুনা পরীক্ষায় চট্টগ্রামের ৩ জনের করোনা শনাক্ত হয়।
Posted ৮:১৯ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২৮ মে ২০২০
দৈনিক প্রথম দৃষ্টি | প্রথম দৃষ্টি