| রবিবার, ২৪ মে ২০২০
চট্টগ্রাম(উত্তর)প্রতিনিধিঃ
চট্টগ্রামের সকল নাগরিককে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগ নেতা আরফাত ও মহিউদ্দীন হাশমী।তারা করোনার এই দুঃসময়ে একে অপরের সাথে আনন্দ ভাগাভাগি করে এবারের ঈদ পালনে আহবান জানিয়েছেন। পাশাপাশি ঈদের এই সময়ে নিজের পরিবার পরিজনকে সময় দিয়ে ঘরে থাকার মধ্যেই আনন্দ উপভোগে আহবান রেখেছেন।
এবার কঠিন সময়ের মধ্য দিয়ে চট্টগ্রামবাসী ঈদের এই আনন্দের সময় পার করছে। অদৃশ্য শক্তি করোনার সাথে লড়াই করে দেশের মধ্যে করোনা হটস্পট খ্যাত এই চট্টগ্রাম জেলার মানুষ টিকে আছে। প্রতিদিনি এখানে আক্রান্তের সংখ্যা বাড়লেও মানুষ চেষ্টা করছে যেন করোনাকে জয় করে দ্রুত এ অবস্থা থেকে উত্তরণ করা যায়।
ইতোমধ্যে ঈদের এই আনন্দ আমরা একে অপরের সাথে ভাগাভাগি করে নিতে চেষ্টা করছি। সামনের দিনেও আমরা আমাদের পাশের মানুষটির খোঁজ খবর রেখে একে অপরের সাথে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে সবাইকে ক্ষুদামুক্ত রাখতে চেষ্টা করবো।
প্রবসী রেমিটেন্স যোদ্ধা সহ দেশের সকলকে জানাই চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের পক্ষ থেকে ঈদুল ফিতরের শুভেচ্ছা ও ঈদ মোবারক।
Posted ২:১১ পূর্বাহ্ণ | রবিবার, ২৪ মে ২০২০
দৈনিক প্রথম দৃষ্টি | প্রথম দৃষ্টি