| রবিবার, ২৪ নভেম্বর ২০১৯
কালা আজিজ খ্যাত বাংলা চলচ্চিত্রের সুপরিচিত মুখ অভিনেতা আজিজ আর নেই! শনিবার রাত ১০ টার দিকে রাজধানীর কাওলা এলাকার বাসায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
কালা আজিজের মৃত্যুর খবরটি চ্যানেল আই অনলাইনকে নিশ্চিত করেছেন শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান। তিনি বলেন, দীর্ঘদিন ধরে কালা আজিজ ভাই ডায়াবেটিস ও কিডনি জনিত রোগে ভুগছিলেন। শরীরের কিছু অংশে পচন ধরে। রাত ১০ দিকে তিনি মারা যান।বিজ্ঞাপন
বিজ্ঞাপন
কয়েক শ বাংলা চলচ্চিত্রে ভিলেনের সহযোগী হিসেবে অভিনয় করেছেন আজিজ। কয়েক দশক ধরে তিনি অসংখ্য চলচ্চিত্র অভিনয় করেছেন। বিশেষ করে ডিপজল, মিশা সওদাগর, মিজু আহমেদের সাথে বেশি চলচ্চিত্রে কাজ করেন তিনি।
Posted ৩:৩০ পূর্বাহ্ণ | রবিবার, ২৪ নভেম্বর ২০১৯
দৈনিক প্রথম দৃষ্টি | প্রথম দৃষ্টি