| বৃহস্পতিবার, ০৭ মে ২০২০
চট্টগ্রাম(উত্তর)প্রতিনিধি:
চট্টগ্রাম জেনারেল হাসপাতালে করোনাভাইরাস (কোভিড-১৯) জয় করে সুস্থ হয়ে বাড়ি ফিরলেন ডাক্তার, পুলিশসহ আরও ৬ জন। তাদের মধ্যে ৩ জন চিকিৎসক, একজন পুলিশ কর্মকর্তা, একজন সাতকানিয়ার বাসিন্দা এবং অন্যজন মহানগরীর বাসিন্দা বলে জানিয়েছেন
জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ডা. আব্দুর রব।
তিনি দৈনিক প্রথম দৃষ্টি কে জানান, হাসপাতালে চিকিৎসাধীন করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন আরও ৬ জন করোনা আক্রান্ত রোগী। চিকিৎসাধীন অবস্থায় দুই দফা পরীক্ষা করে তাদের শরীরে করোনাভাইরাস (কোভিড-১৯) নেগেটিভ ফলাফল আসে। আজ বৃহস্পতিবার দুপুরে তাদের হাসপাতাল থেকে ছাড়পত্র দেয়া হয়েছে। আগামী ১৪ দিন তাদের হোম কোয়ারান্টাইনে থাকতে বলা হয়েছে।
তিনি আরও জানান, চট্টগ্রাম জেনারেল হাসপাতালে আইসোলেশনে করোনা আক্রান্ত চিকিৎসাধীন রয়েছে ৩৬ জন। করোনারভাইরাস (কোভিড-১৯) লক্ষ থাকা আরও ১০ জন আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছে।
এদিকে, আজ বৃহস্পতিার দুপুর পর্যন্ত চট্টগ্রাম জেলায় করোনা আক্রান্ত শনাক্তের মোট সংখ্যা দাঁড়ালো ১৩৪ জনে। তবে ঢাকা, রাজবাড়ি, কুমিল্লা ও কক্সবাজার থেকে করোনা পজিটিভ ৫ জন চট্টগ্রামে চিকিৎসাধীন থাকায় চট্টগ্রামে মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৩৮ জনে। করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রামে এ পর্যন্ত ১২ জনের মৃত্যু হয়েছে। সবমিলিয়ে বৃহস্পতিবার (৭ মে ) পর্যন্ত চট্টগ্রাম চট্টগ্রাম জেনারেল হাসপাতাল থেকে ৩৭ জন করোনা রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরলেন।
Posted ৩:৩০ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৭ মে ২০২০
দৈনিক প্রথম দৃষ্টি | প্রথম দৃষ্টি