| সোমবার, ০৬ জুলাই ২০২০
বিনোদন ডেস্ক : ডাক দিয়াছেন দয়াল আমাকে, রইবো না আর বেশি দিন, তোদের মাজারে—এবার সত্যি সত্যিই চিরদিনের জন্য চলে গেলেন প্লেব্যাক সম্রাট এন্ড্রু কিশোর। আজ সোমবার সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে বোনের বাসায় থেকে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।বিষয়টি নিশ্চিত করেছেন তার ঘনিষ্ঠজন ও সংগীতশিল্পী মোমিন বিশ্বাস। তিনি বলেন, ‘কিছুক্ষণ আগে তিনি আমাদের সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে পাড়ি দিয়েছেন।’
টানা নয় মাস সিঙ্গাপুরে চিকিৎসাধীন থেকে গত ১১ জুন একটি বিশেষ ফ্লাইটে দেশে ফিরেছিলেন এন্ড্রু কিশোর। তারপর থেকে রাজশাহীতে বসবাস করছিলেন তিনি। জন্মস্থান রাজশাহীতেই আজ শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি।
এর আগে অসুস্থ অবস্থায় গত বছরের ৯ সেপ্টেম্বর উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের উদ্দেশ্যে দেশ ছেড়েছিলেন এই নন্দিত গায়ক। সেখানে গিয়ে গত বছরের ১৮ সেপ্টেম্বর তার শরীরে ক্যানসার ধরা পড়ে। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের চিকিৎসক লিম সুন থাইয়ের অধীনে ছিলেন তিনি। চলে টানা কয়েকমাসের কেমোথেরাপি।
এন্ড্রু বাংলাদেশের সঙ্গীতাঙ্গনে ‘প্লেব্যাক সম্রাট’ নামে পরিচিত। তার চিরসবুজ কণ্ঠ অসংখ্য জনপ্রিয় রোমান্টিক গান উপহার দিয়েছে।
Posted ২:২০ অপরাহ্ণ | সোমবার, ০৬ জুলাই ২০২০
দৈনিক প্রথম দৃষ্টি | প্রথম দৃষ্টি