| শুক্রবার, ১৫ মে ২০২০
আবু নাসের সিদ্দিক তুহিন
[জেলা পরিচিতি:সিলেট]
গৌড় রাজার কন্যা শীলা
তার নামেতে শীলাহাট,
কালক্রমে এখন সিলেট
শীলার জীবন ছিন্নপাট।
শাহজালালের পূণ্যভুমি
সিলেট জেলা নাম,
লন্ডন নামে ক্ষ্যাতি জেলার
বিশ্বে ভরা দাম।
কুশিয়ারা,সারিগাওঁ,সুরমা
নদী গুলো জেলার
তের থানা মাতায় জেলা
ঝর্ণা নদীর খেলার।
দেখতে হবে সিলেট গেলে
জাফলং,জৈন্তাপুর
আরো নীলপট,বড়ঠাকুরী
ইসলামপুর, মানিকপুর।
ওসমানি জাদুঘর,উচু ব্রীজ
আলী আমজাদ ঘড়ি,
গৌর গোবিন্দ টিলা,ঈদগাঁ
তামা বিলের লড়ি।
পাথর আর পাথর ভরা
জাফলং টার পাশে,
খাসিয়াদের পাহাড় ভুমে
স্বচ্ছ পানি হাসে।
জাফলং এর ডাউকি ব্রীজ
খাসিয়াদের পাহাড়,
অপরুপ সব দৃশ্যাবলী
ফুল প্রকৃতির বাহার।
পাহাড় ঘেড়া জৈন্তাপুরে
রাত্রি বেলা থাকা,
সবুজ শ্যামল বনবনানি
পথ যে আকাঁবাকাঁ।
রাজবাড়ি ধ্বংসের পথে
এটাই ছিলো রাজধানী,
লড়াই করে ব্রিটিশ মারে
বটতলা বধ্যভমি জানি।
বালাগন্জ, বিয়ানীবাজার
কানাইঘাট,কোম্পানীগঞ্জ, ফেঞ্চু,সুরমা,জৈন্তাপুর
জকিগন্জ,গোলাপগন্জ।
আর দেরি নয়,এ বছরে
সিলেট যেতে হবেই,
সিলেট নিয়ে স্বপ্নে বিভোর
মন ভরবে তবেই।
Posted ৩:৩৮ পূর্বাহ্ণ | শুক্রবার, ১৫ মে ২০২০
দৈনিক প্রথম দৃষ্টি | প্রথম দৃষ্টি