| বৃহস্পতিবার, ১৪ মে ২০২০
ওয়াহিদুর রহমান ওয়াহিদ, জগন্নাথপুর(সুনামগঞ্জ):
সুনামগঞ্জ জেলাধীন জগন্নাথপুর উপজেলায় মরণঘাতী করোনা ভাইরাস নামক মহামারীর সাথে যোদ্ধকরে বিজয়ী হয়ে মায়ের কোলে ফিরলেন বিভিন্ন স্থানে আইসোলেশনে থাকা তিন যুবক। এদের সুস্থ্যতার খবর শুনে উপজেলা বাসীর মাঝে নেমে এসেছে প্রচুর আনন্দ, আর কেটে গেছে চাপা আতংক। বাড়েছে মানুষের মনোবল।
গত ২৩ এপ্রিল থেকে বিভিন্ন মেয়াদে জগন্নাথপুর উপজেলায় মোট ৬ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাদের বিভিন্ন আইসোলেশনে ও কোয়ারেন্টাইনে চিকিৎসাধীন ছিলেন। আইসোলেশনের নির্ধারিত সময় অতিক্রম শেষে ৬ জনের মধ্যে এক সাথে ৩ জন সম্পুর্ণ সুস্থ্য হয়ে ফিরছেন মায়ের কোলে।
প্রানঘাতী এই করোনা থেকে ঘরে ফেরা সুভাগ্যবান ব্যক্তিরা হলেন, জগন্নাথপুর সদর হাসপাতালের স্বাস্থ্যকর্মী আবু সাঈদ (৩৮) তাকে জগন্নাথপুর সদর স্বাস্থ্য কমপ্লেক্সে আইসোলেশনে রাখা হয়ে ছিলো। উপজেলার কলকলিয়া ইউনিয়নের উত্তর নাদামপুর গ্রামের লিমন মিয়া(১৮)কে সিলেট শহীদ শামসুদ্দিন হাসপাতালে আইসোলেশনে রাখা হয়। এছাড়া চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের দাস নয়াগাঁও গ্রামের রাহুল নামক আরেক যুবককে নিজ এলাকার একটি স্কুলে আইসোলেশনে রেখেছিলেন স্হানীয় প্রশাসন।
(১৪ মে বৃহস্পতিবার) করোনা থেকে মুক্তি পেয়ে সুস্থ্য হওয়াদের মধ্যে থেকে হাসপাতালের স্বাস্থ্যকর্মী আবু সাঈদকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছার মাধ্যমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভবনে সমাজিক দূরত্ব বজায় রেখে বিদায়ী অনুষ্ঠানে বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম মাসুম, জগন্নাথপুর থানা পুলিশ পরিদর্শক (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃমধু সুধন ধর। ##
Posted ৫:১২ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৪ মে ২০২০
দৈনিক প্রথম দৃষ্টি | প্রথম দৃষ্টি