| শুক্রবার, ১৫ মে ২০২০
নোবিপ্রবি প্রতিনিধি
বাংলাদেশের স্বনামধন্য লেখক-চিন্তক-গবেষক,ভাষাসংগ্রামী, মহান মুক্তিযুদ্ধের প্রত্যক্ষ অংশগ্রহণকারী ও দেশের সব প্রগতিশীল আন্দোলনের অগ্রবতী অসাম্প্রদায়িক ব্যক্তিত্ব জাতীয় অধ্যাপক ড. আনিসুজ্জামানের মৃত্যুতে শোক প্রকাশ করেছে বঙ্গবন্ধুর আদর্শ, বাঙালি জাতীয়তাবাদ ও মহান মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী অসাম্প্রদায়িক শিক্ষা দর্শনে লালিত শিক্ষক সংগঠন নীলদল,নোবিপ্রবি।
নোবিপ্রবি নীলদলের সভাপতি ড. ফিরোজ আহমেদ ও সাধারণ সম্পাদক বিপ্লব মল্লিক স্বাক্ষরিত এক শোক বিজ্ঞপ্তিতে বলা হয়, ড. আনিসুজ্জামানের মৃত্যুতে বাংলাদেশ হারিয়েছে একজন অভিভাবককে যিনি যেকোন জাতীয় সংকটে সামনে থেকে পথ দেখিয়েছেন। আমরা তার নিকট গভীরভাবে ঋণী।
আমরা নীল দল,নোবিপ্রবি পরিবার তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।
Posted ১০:৩০ পূর্বাহ্ণ | শুক্রবার, ১৫ মে ২০২০
দৈনিক প্রথম দৃষ্টি | প্রথম দৃষ্টি