“নিরাপদ মাছে ভরবো দেশ,বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই প্রতিপাদ্য নিয়ে সারা দেশের ন্যায় দেশের উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় জাতীয় মৎস্য সপ্তাহ-২০২২ উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় করছেন উপজেলা মৎস দপ্তর।
শনিবার (২৩ জুলাই) সকাল ১১ টায় উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে উপজেলায় কর্মরত সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মাহবুবুর রহমান বিগত অর্থ বছরের বার্ষিক চাহিদা ও উৎপাদনের চিত্র সাংবাদিকদের কাছে উপস্থাপন করেন এবং ২৩ থেকে ২৯ জুলাই জাতীয় মৎস্য সপ্তাহে সাংবাদিকদের সহযোগীতা কামনা করেন।
মৎস্য কর্মকর্তা মো. মাহবুবুর রহমান বলেন,
জাতীয় মৎস সপ্তাহ উপলক্ষে উপজেলায় মাইকিং,ব্যানার ও ফেস্টুন দিয়ে প্রচারণাসহ প্রান্তিক পর্যায়ে মৎসচাষীদের নিয়ে বিভিন্ন কার্যক্রকের উদ্যোগ নিয়েছে।
উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ে আয়োজিত উক্ত অনুষ্ঠানে উপজেলা মৎস্য দপ্তরের কর্মচারী ও উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।