মহুয়া জান্নাত মনি, রাঙামাটি : | মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২০
রাঙামাটি জেলা প্রশাসক একে এম মামুনুর রশীদের সাথে রাঙামাটি অটোরিক্সা মালিক সমিতি সৌজন্য সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে জেলা প্রশাসক একে এম মামুনুর রশীদ বলেন, যাত্রীরা যাতে হয়রাণীর শিকার না হয় সেইদিক খেয়াল রাখবেন। সামনে শীতকাল। করোনা ভয়াবহ রূপ ধারণ করবে। তাই যাত্রী- চালক যাতে মাস্ক পরিধান করে সেই ব্যাপারে কাজ করার জোর তাগিদ দেন তিনি।
তিনি আরও বলেন, রাঙামাটি পর্যটন বান্ধব শহর। পর্যটকরা যাতে ভাল সেবা পায় সেই ব্যাপারে চালক এবং মালিক সমিতিকে সজাগ থাকার পরামর্শ প্রদান করেন। পাশাপাশি মালিক- চালক সমিতি উভয়ই মিলে মিশে সমন্বয় করে কাজ করে এই বিষয়ে পরামর্শ প্রদান করে।
সাক্ষাত পরবর্তী জেলা প্রশাসকে সমিতির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
এই সময় সমিতির আহবায়ক মোহাম্মদ আবুল কাশেম মোল্লা, সদস্য আলী বাবর, বাবুল আলী, বাবুল মজুমদার, মোহাম্মদ মহিউদ্দীন পিয়ারু, রহমত আলী, আব্দুল বারেক, উত্তম বড়ুয়া রতন, ইমাম হোসেন, গৌতম দেওয়ানসহ সমিতির নেতৃবৃন্দ।
Posted ১২:১৫ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২০
দৈনিক প্রথম দৃষ্টি | প্রথম দৃষ্টি