| শুক্রবার, ১২ জুন ২০২০
জয়পুরহাট প্রতিনিধি:
করোনার এই দূর্যোগকালে জয়পুরহাটের দরিদ্র ও অসহায় পরিবারের গর্ভবতী মায়েদের বিনামুল্যে স্বাস্থ্য পরীক্ষা ও ঔষধ প্রদান এবং পরবর্তীতে মোবাইল ফোনের মাধ্যমেও জরুরী সেবা প্রদান করবে বাংলাদেশ সেনাবাহিনী ।
বৃহস্পতিবার সকাল থেকে দিনব্যাপী কালাই উপজেলার ময়েন উদ্দীন উচ্চ বিদ্যালয়ে অস্থায়ী এই স্বাস্থ্য ক্যাম্পে চিকিৎসা প্রদান করেন সেনাবাহিনীর বিশেষজ্ঞ চিকিৎসক দল ।
পরে সাংবাকিদের সাথে মতবিনিময় সভায় বক্তব্য দেন ক্যাম্পের সার্বিক তত্তাবধানে থাকা লে.কর্ণেল মনোয়ার হোসেন, গাইনি বিশেষজ্ঞ লে.কর্ণেল তাহমিনা, কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোবারক হোসেন, নির্বাহী ম্যাজিষ্ট্রেট জাকির হোসেন, সাংবাদিক আবদুল আলীম, রাশেদুজ্জামান, মিজানুর রহমান মিন্টু প্রমুখ।
লে.কর্ণেল মনোয়ার হোসেন বলেন, গর্ভবতী মায়েদের করোনা ঝুঁকি সবচেয়ে বেশি, এজন্য তাদেরকে করোনা আক্রান্ত হাত থেকে সচেতন ও এই সময়ে স্বাস্থ্য পরীক্ষা নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনী কাজ করছে, চিকিৎসা ক্যাম্প থেকে জানানো হয় পর্যায়ক্রমে জয়পুরহাট জেলার সকল গর্ভবতী মায়েদের বিনামুল্যে স্বাস্থ্য পরীক্ষা, সন্দেহভাজনদের করোনা টেস্ট এবং অন্যান্য সেবা দেওয়া হবে এমনকি মোবাইল ফোনের মাধ্যমেও জরুরী সেবা দেওয়া হবে।
Posted ১১:২১ পূর্বাহ্ণ | শুক্রবার, ১২ জুন ২০২০
দৈনিক প্রথম দৃষ্টি | প্রথম দৃষ্টি