| রবিবার, ১৯ জুলাই ২০২০
বিধান রায়, গোপালপুর টাংগাইল সংবাদদাতাঃ
টাঙ্গাইলের মধুপুরে একই পরিবারের ছেলে ও মেয়েসহ স্বামী-স্ত্রী হত্যাকাণ্ডের মূল হোতা সাগরকে গ্রেফতার করেছে র্যাব।
রোববার (১৯ জুলাই) বিকেলে জেলার মধুপুর বাসস্ট্যান্ডন সংলগ্ন গোলচত্বর থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার সাগর হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছে বলে জানিয়েছেন টাঙ্গাইল র্যাবের-১২ সিপিসি-৩ এর কোম্পানি কমান্ডার মেজর আবু নাঈম মোহাম্মদ তালাত।
পরে তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে নিহতদের ব্যবহৃত মোবাইল, ল্যাপটপ ও টেলিভিশনসহ বিভিন্ন মালামাল।
উল্লেখ, গত শুক্রবার সকালে মধুপুর পৌরসভার মাস্টারপাড়া এলাকা থেকে ওসমান গণি মিয়া, তার স্ত্রী তাজিরন, ৮ বছরের মেয়ে সাদিয়া এবং ছেলে তাইজুলের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়।
এ ঘটনায় অজ্ঞাতনামা বেশ কয়েকজনকে আসামি করে মামলা করে নিহত গনি মিয়ার বড় মেয়ে সোনিয়া।
Posted ৩:৩৮ অপরাহ্ণ | রবিবার, ১৯ জুলাই ২০২০
দৈনিক প্রথম দৃষ্টি | প্রথম দৃষ্টি