বিধান রায়,গোপালপুর টাঙ্গাইল প্রতিনিধিঃ | শুক্রবার, ১৬ অক্টোবর ২০২০
টাঙ্গাইলের কালিহাতীতে একই রশিতে ঝুলে দুই নর-নারী আত্মহত্যা করেছেন। শুক্রবার (১৬ অক্টোবর) সকালে পুলিশ উপজেলার রাজাফৈর পল্টন পাড়া এলাকা থেকে তাদের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।
কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) রাহেদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
আত্মহনকারীরা হলেন- আলেয়া (৩৯) এবং শাহজাহান (৩৫)। তাদের মধ্যে পরকীয়া প্রেমের সর্ম্পক ছিলো বলে জানা গেছে। তারা গোপনে বিয়ে করেছিলেন বলেও জানিয়েছে পুলিশ৷
পুলিশ কর্মকর্তা রাহেদুল বলেন, অভিমান করে তারা একই রশিতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
Posted ১১:৫৩ পূর্বাহ্ণ | শুক্রবার, ১৬ অক্টোবর ২০২০
দৈনিক প্রথম দৃষ্টি | প্রথম দৃষ্টি