বিধান রায়, গোপালপুর টাঙ্গাইলঃ | রবিবার, ০৪ অক্টোবর ২০২০
রোববার দুপুর১টায় টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার জামুরিয়া ইউনিয়নের হরিপুর নামক স্থানে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে ঢাকা অভিমুখে ডিমের ট্রাকের ধাক্কায় শাহিন মিয়া(৩০) নিহত ও সাবেক ইউপি মেম্বার বাদল(৪০) আহত হয়েছে। নিহত ব্যক্তি উপজেলার গলগন্ডা গ্রামের মোহাম্মদ আলীর ছেলে।আহত ব্যক্তিকে টাঙ্গাইল শেখ হাসিনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে তিনি জামুরিয়া ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার।
ঘাটাইল থানার পুলিশের উপপরিদর্শক(এসআই) মতিউর রহমান ও প্রত্যক্ষদর্র্শী জানায় রোববার দুপুর ১টায় সাবেক ইউপি মেম্বার বাদল মোঃ শাহিন মিয়া মোটর সাইকেল যোগে উপজেলার ব্রাহ্মনশাসন নামক স্থানে যাওয়ার সময় ঢাকা ময়মনসিংহ মহাসড়কের হরিপুর নামক স্থানে ঢাকা গামী ঢাকা মেট্রো ১১-২৭৭৮নং ডিমের ট্রাক অতিক্রম করার সময় ধাক্কায় রাস্তার উপরে দুজন পড়ে যায় ।
এলাকাবাসী মুমুর্ষ অবস্থায় ২জনকে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর কর্তব্য রত চিকিৎসক শাহিন মিয়া(৩০) কে মৃত ঘোষনা করে অপর জনকে মুমুর্ষ অবস্থায় সাবেক ইউপি মেম্বার মোঃ বাদল মিয়া কে টাঙ্গাইল শেখ হাসিনা মেড্যিাল কলেজ হাসাপাতালে স্থানান্তর করা হয় ।
ঘাটাইল থনার উপপরিদর্শক(এসআই)মতিউর রহমান জানায় চালক হেলপার পলাতক ট্রাক আটক করা হয়েছে।নিহত ব্যক্তিকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে
Posted ২:০১ অপরাহ্ণ | রবিবার, ০৪ অক্টোবর ২০২০
দৈনিক প্রথম দৃষ্টি | প্রথম দৃষ্টি