| বুধবার, ০৮ জুলাই ২০২০
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি জানিয়ে কর্মদিবস শুরু
মোঃ কবির হোসেন জেলা প্রতিনিধিঃ টাঙ্গাইলে জেলা প্রশাসক হিসেবে যোগদান করেছেন মোঃ আতাউল গনি। তিনি ২৫ জুন মহামান্য রাষ্ট্রপতির আদেশক্রমে সিনিয়র সহকারী শেখ রাসেল হাসানের স্বাক্ষরিত সরকারী এক প্রজ্ঞাপনের মাধ্যমে সাবেক সুযোগ্য জেলা প্রশাসক মোঃ শহীদুল ইসলামের স্থলে স্থলাভিষিক্ত হয়েছেন।এ উপলক্ষে আজ বুধবার (৮ জুলাই) টাঙ্গাইল জেলায় শহীদ স্মৃতি পৌর উদ্যানে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ জাতীয় চার নেতার প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পন করেন। এরপর তিনি জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মহান মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণে স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে টাঙ্গাইল জেলার নবাগত জেলা প্রশাসক হিসেবে তাঁর প্রথম কর্মদিবস শুরু করেন।এ সময় উপস্থিত ছিলেন, উপপরিচালক, স্থানীয় সরকার শরীফ নজরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক( সার্বিক) মোহাম্মদ মোশারফ হোসেন খান, অতিরিক্ত জেলা প্রশাসক( রাজস্ব) মোছাঃ মোস্তারী কাদেরী, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি মোঃ বজলুর রশীদ, বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মুহাম্মদ শহিদ উল্লাহসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
Posted ৩:৪৪ অপরাহ্ণ | বুধবার, ০৮ জুলাই ২০২০
দৈনিক প্রথম দৃষ্টি | প্রথম দৃষ্টি