| শুক্রবার, ২৬ জুন ২০২০
বিধান রায়,ঘাটাইল টাংগাইল প্রতিনিধিঃ
টাঙ্গাইলে মাদকাসক্ত নাতির দায়ের কোপে দাদী আছিরন নামে (৭৫) এক বৃদ্ধা খুন হয়েছে। বৃহস্পতিবার বিকেলে ঘাটাইল উপজেলার রসুলপুর ইউনিয়নেরর শালিয়াবহ গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতের নাতি আবুল হোসেনকে আটক করেছে পুলিশ।
নিহত বৃদ্ধার ছেলে আব্দুর রহমান, বড় ভাই আব্দুল মজিদের ছেলে আবুল হোসেন দীর্ঘদিন ধরে নেশা করার কারনে মাথায় সমস্যা। বিকেল বেলা মা রান্না করার সময় আবুল হোসেন গিয়ে মাকে দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে মাটিতে ফেলে দেয়। এসময় মায়ের ডাক চিৎকারে আমার স্ত্রী এবং আশেপাশের মানুষ এগিয়ে এসে আবুল হোসেনকে আটক করেন। ঘটনাস্থলেই মায়ের মৃত্যু হয়।
রসুলপুর ইউপি চেয়ারম্যান এমদাদুল হক সরকার জানায় ঘটনাস্থলে গিয়ে মানুষের সাথে কথা বলে যতদূর জানতে পারলাম ছেলেটা মাদকাসক্ত। চারটি বিয়ে করেছিল, সব বউ তাকে ছেড়ে চলে গেছে।
ধলাপাড়া পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর মো.হেলাল উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ঘাতক আবুল হোসেনকে আটক করা হয়েছে।
Posted ৪:৪৪ অপরাহ্ণ | শুক্রবার, ২৬ জুন ২০২০
দৈনিক প্রথম দৃষ্টি | প্রথম দৃষ্টি