| সোমবার, ০৬ জুলাই ২০২০
কবির হোসেন, টাঙ্গাইল প্রতিনিধিঃ
টাঙ্গাইলে সিআইডি কর্তৃক সখিপুর থানার চাঞ্চল্যকর হারেছ মিয়া হত্যা মামলার পলাতক আসামী জুলহাস সিকদার (৪৮) কে গ্রেফতার করা হয়েছে। টাঙ্গাইল সিআইডি’র বিশেষ পুলিশ সুপার মোহাম্মদ রিয়াজুল হক এর নির্দেশে এস আই প্রীতেশ তালুকদার সঙ্গীয় ফোর্স সহ, সিআইডি টাঙ্গাইল জেলার একটি বিশেষ টিম কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে গ্রেফতার অভিযান পরিচালনা করিয়া খুনী জুলহাস সিকদারকে গ্রেফতার করে। আসামী জুলহাস সিকদার সখিপুর দাঁড়ি কাটা গ্রামের মৃত জালাল উদ্দিন সিকদার এর ছেলে। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গাজীপুর চন্দ্রা বাস স্টপ এলাকা থেকে সিআইডির চৌকস এ টিম আসামীকে গ্রেফতার করে।
উল্লেখ্য, গত ০৫ মে রাতে জমি নিয়ে বিরোধের জের হিসেবে হারেজ মিয়াকে চারদিক থেকে ঘেরাও করে দা দিয়ে কুপিয়ে নৃশংস ভাবে খুন করা হয়
Posted ১২:৫২ অপরাহ্ণ | সোমবার, ০৬ জুলাই ২০২০
দৈনিক প্রথম দৃষ্টি | প্রথম দৃষ্টি