| শনিবার, ১৫ আগস্ট ২০২০
মোঃকবির হোসেন টাঙ্গাইল জেলা প্রতিনিধিঃ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সপরিবার ১৯৭১ সালের ১৫ আগষ্ট দুষ্কৃতীদের হাতে নিহত হওয়ায় সেই থেকে ১৫ আগষ্টকে জাতীয় শোক দিবস হিসাবে পালন করা হয়। এই বিশেষ দিনে মিলাদ ও দোয়া সহ গনভোজের আয়োজন করা হয়।
টাঙ্গাইল জেলা প্রশাসক থেকে শুরু করে আওয়ামিলীগ ও দলীয় বিভিন্ন সহযোগী অংঙ্গ সংগঠন আলাদা আলাদা ভাবে এই দিনটিকে বিশেষ ভাবে স্মরণ করেন।
এ উপলক্ষে টাঙ্গাইল পৌরসভার মেয়র আলহাজ্ব জামিলুর রহমান মিরন প্রতিটি ওয়ার্ডে গনভোজের আয়োজনে অংশগ্রহণ করেন এবং নিজ হাতে গনভোজ তুলেদেন। বিশেষ মোনাজাতের মাধ্যমে সমাপ্তি ঘটে। এ সময় উপস্থিত ছিলেন আওয়ামীলীগ এর নেতৃবৃন্দ ও নিজ নিজ ওয়ার্ডের কাউন্সিলর বৃন্দসহ অত্র ওয়ার্ডের আওয়ামীলীগ এর নেতৃবৃন্দ ও সকল সহযোগী অংঙ্গ সংগঠন এর নেতৃবৃন্দসহ জনসাধারণ।
Posted ১:০৭ অপরাহ্ণ | শনিবার, ১৫ আগস্ট ২০২০
দৈনিক প্রথম দৃষ্টি | প্রথম দৃষ্টি