| রবিবার, ০৫ জুলাই ২০২০
মোঃ কবির হোসেন, টাঙ্গাইল জেলা প্রতিনিধিঃ টাঙ্গাইল পৌরসভার ২ নং ওয়ার্ডের এনায়েতপুর সড়াতলা রাস্তার নির্মাণ কাজের উদ্ভোধন করেন পৌরসভার মেয়র আলহাজ্ব জামিলুর রহমান মিরন। আজ রবিবার সকাল১১ টায় এ নির্মাণ কাজের উদ্বোধন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন প্যানেল মেয়র মাহমুদা বেগম জেবু, ওয়ার্ড কাউন্সিলর ইকবাল হোসেন আলী, ২ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মোঃ মোকাদ্দেস আলী, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী নাতি হাসমত খান ভাসানী, আনিসুর রহমান আনিস সহ স্থানীয় নেতৃবৃন্দ ।
মেয়র বলেন, এখানকার বাসাগুলো রাস্তা থেকে উঁচু। এখানে খুব তাড়াতাড়ি একটা ড্রেনের ব্যবস্থা করা হবে। আপনাদের এলাকার উন্নয়নের জন্য ১০ কোটি টাকার টেন্ডারও হয়েছে। এলাকার মানুষ যাতে দিনে ও রাতের চলাচল সহজ হয় এজন্য রাস্তা, ড্রেন, লাইটসহ যাবতীয় ব্যবস্থা করা হবে। এই এলাকার মানুষ অনেক সহজ সরল খেটে খাওয়া মানুষ, এদের সহযোগীতায় আমি এ পর্যন্ত এসেছি। তাদের দূর্দশা আমাকে কষ্ট দেয় কারণ তারা আমার আত্বার আত্মীয়।
Posted ১:৩২ অপরাহ্ণ | রবিবার, ০৫ জুলাই ২০২০
দৈনিক প্রথম দৃষ্টি | প্রথম দৃষ্টি