রাকিবুল ইসলাম (সাতক্ষীরা) : | বুধবার, ০৪ নভেম্বর ২০২০
টিসিবি পন্য বিক্রিকালে ডিলারের অনিয়ম ও দুর্নীতির মুখোশ উন্মোচন করেছেন সাতক্ষীরা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মির্জা সালাহউদ্দিন। বিগত কয়েকদিন যাবত টিসিবি পন্য বিক্রিতে অনিয়মের অভিযোগ পেয়ে বুধবার (০৪ নভেম্বর) সকালে সাতক্ষীরার শহীদ আব্দুর রাজ্জাক পার্কে টিসিবি পন্য বিক্রির নির্ধারিত স্থানে আকস্মিক অভিযান চালিয়ে ডিলারের দুর্নীতি উৎঘাটন করেন তিনি।
সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার মির্জা সালাহউদ্দিন জানান, অনেক দিন থেকেই খবর পাওয়া যাচ্ছে জনগণের কাছে বিক্রির নির্ধারিত পরিমান পেঁয়াজ, চিনি, তেলসহ বিভিন্ন মালামাল নিয়ে আসার কথা থাকলেও কম পরিমান মালামাল এনে অর্ধেকের বেশী জনগণকে খালি হাতে ফেরত দিচ্ছিল টিসিবি ডিলার আয়ুব এন্টারপ্রাইজের সত্ত্বাধিকারী সিরাজুল ইসলাম।
সেই খবরের ভিত্তিতে বুধবার ভোরে পুলিশ স্পটে অবস্থান নেয় এবং প্রথমে কী পরিমান মালামাল থাকার কথা সেই তালিকা নেন এবং আছে কী পরিমান তা চেক করে ডিলারের বিশাল কারসাজি ধরা হয়।
তিনি আরও জানান, বুধবার সকাল থেকে সাতক্ষীরার শহীদ আব্দুর রাজ্জাক পার্কে টিসিবির ডিলারের মাধ্যমে সাধারণ মানুষের মাঝে ৩শ’ কেজি চিনি, ৭শ’ কেজি মসুরের ডাল, ৮শ’ লিটার সয়াবিন তেল ও ৭শ’ কেজি পেঁয়াজ বিক্রির কথা ছিল। কিন্তু সেখানে আনা হয়েছিল ১শ’ ৯৪ কেজি চিনি, ২শ’ ২ কেজি ডাল, ৭শ’ ৪০ লিটার তেল ও ৪শ’ ১৩ কেজি পেঁয়াজ।
এ ঘটনা একদিনের নয়, প্রায় সুলভ মূল্যে টিসিবির পণ্য কিনতে এসে দীর্ঘ লাইনে দাড়িয়েও মালামাল না পেয়ে খালি হাতে ফিরতে হয় সাধারণ খেটে খাওয়া মানুষকে। ধারণা করা হচ্ছে বাকী পণ্য অতিরিক্ত দামে কালোবাজারে চলে ছেড়ে দেওয়া হচ্ছে। এ ঘটনায় ডিলারের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলেও তিনি জানান।
Posted ২:৫২ অপরাহ্ণ | বুধবার, ০৪ নভেম্বর ২০২০
দৈনিক প্রথম দৃষ্টি | প্রথম দৃষ্টি