তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি | বৃহস্পতিবার, ২৮ জানুয়ারি ২০২১
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ট্রাকের ধাক্কায় উপেন্দ্রনাথ (৬০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা ট্রাকটিকে আটক করলেও ঘটনার পর পরেই চালক পালিয়ে যায়।
বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) দুপুর ১টার দিকে উপজেলার জাতীয় মহাসড়কের একুয়া নামক স্থানে এ মর্মান্তিক দূর্ঘটনাটি ঘটে। নিহত উপেন্দ্রনাথ চৌধুরীগছ গ্রামের মৃত ধরণ লালের পুত্র।
পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃদ্ধ উপেন্দ্রনাথ চৌধুরীগছের মহাসড়কের রাস্তার ধারে দাঁড়িয়ে ছিলেন। এসময় পঞ্চগড়মুখী একটি চলন্ত ট্রাকের ধাক্কায় চাকা পিষ্ট হয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। তবে নিহত ব্যক্তি দীর্ঘদিন যাবত মানসিক সমস্যায় ছিলেন। তিনি বিভিন্ন সময় দূর্ঘটনায় মারা যাবেন এরকম প্রলাপ বকতেন বলে জানা যায়।
এতে ঘটনাস্থলে মডেল থানার পুলিশ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং হাইওয়ে থানা পুলিশ উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে মডেল থানার ওসি আবু সায়েম মিয়া ট্রাকের ধাক্কায় পিষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যুর তথ্য নিশ্চিত করে বলেন, ট্রাকটি আটক করা হলেও চালক পলাতক। এ ঘটনায় একটি মামলা প্রস্তুতি চলছে।
Posted ১১:২২ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২৮ জানুয়ারি ২০২১
দৈনিক প্রথম দৃষ্টি | প্রথম দৃষ্টি