| রবিবার, ১৪ জুন ২০২০
সুজন, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে দ্রুতগামী ট্রাকের ধাক্কায় সাদেকুল ইসলাম (৩৭) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
রোববার (১৪ জুন) বিকেলে ঠাকুরগাঁও-পঞ্চগড় মহাসড়কের ভুল্লী কুড়েঘর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে বলে জানান ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভিরুল ইসলাম।
নিহত সাদেকুল ইসলাম সদর উপজেলার ভুল্লী দেবীপুর ইউনিয়নের কনপাড়া কেশুরবাড়ী গ্রামের মকবুল হোসেনের ছেলে।
সদর থানা পুলিশ জানায়, বিকেলে সাদেকুল বাসা থেকে মোটরসাইকেলে করে শহরে আসছিলেন। পথে ভুল্লী কুঁড়েঘর এলাকায় পেছন থেকে দ্রুতগামী একটি ট্রাক তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। এ অবস্থায় স্থানীয়রা সাদেকুলকে উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে আনলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ট্রাকটিকে আটক করা সম্ভব হয়নি।
Posted ১২:৩৪ অপরাহ্ণ | রবিবার, ১৪ জুন ২০২০
দৈনিক প্রথম দৃষ্টি | প্রথম দৃষ্টি