| সোমবার, ০৬ জুলাই ২০২০
মোঃ সুজন আলী, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে পিসিআর ল্যাব স্থাপনসহ ৪ দফা দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)।
মানববন্ধনে জেলায় করোনা পরীক্ষার ল্যাব স্থাপন, সরকারি দায়িত্বে বিনা খরচে করোনা পরীক্ষা করা, করোনা দুর্যোগে কৃষক, শ্রমিক, ছাত্র ও ক্ষুদ্র ব্যবসায়ীদের সহায়তা প্রদান এবং পাট কল বন্ধ করার ঘোষণা বাতিল করার দাবি জানান তারা। সোমবার দুপুরে ঠাকুরগাঁও চৌরাস্তা জজ কোর্ট চত্তরের সামনে বঙ্গবন্ধু সড়কে এই মানববন্ধন করে হয়।
বাসদ এর সংগঠক প্রকাশ চন্দ্র রায়ের নেতৃত্বে মানববন্ধনে অংশ নেয় দিনাজপুর জেলা সমাজতন্ত্রিক শ্রমিক ফ্রন্টের আহবায়ক ও সংগঠক কিবরিয়া হোসেন, ঠাকুরগাঁও জেলার সামাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের শারিয়ার ইমন, আব্দুল কাদেরসহ অনেকে।
এসময় ব্যানার ও ফ্যাসটুন হাতে নিয়ে কলেজের ছাত্র-ছাত্রীরাসহ বাসদের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মানববন্ধনে ঘন্টাব্যাপী অবস্থান করেন।
Posted ৩:০০ অপরাহ্ণ | সোমবার, ০৬ জুলাই ২০২০
দৈনিক প্রথম দৃষ্টি | প্রথম দৃষ্টি