| রবিবার, ৩১ মে ২০২০
পারভেজ হানান, পীরগঞ্জ (ঠাকুরগাঁও)
একদিকে মহামারী করোনা আতংকে ব্যবসা বানিজ্য ও হাটবাজার সীমিত করা হয়েছে। ফলশ্রুতিতে সন্ধ্যার পরে হাটবাজার ও রাস্তাঘাট ফাকা হয়ে যায়, এই সুযোগে বেপরোয়া উঠেছে এই এলাকার মাদকসেবিরা!!
মাদকের আস্তানা বলাইহাট, জাবরহাট ও করনাই গ্রামের মাদকসম্রাটরা এখনো ধরা ছোয়ার বাইরে। গত রমজানে এক গোপন সংবাদ প্রেরণ করি পীরগঞ্জ থানায়। প্রশাসন দ্রুত ব্যবস্থা নেওয়ায় একজন মাদকসেবিকে হাতেনাতে করনাই(হাটপাড়া) থেকে গ্রেফতার করা সম্ভব হয়েছে।
পীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের সাথে এই ব্যাপারে আলোচনাও করা হয়েছে!! উনি আশ্বস্ত করে বলেছেন, এই এলাকাগুলোতে উনি বিশেষ নজরদারি রাখবেন এবং মোবাইল কোর্ট পরিচালনা করবেন।
মাদকসম্রাটদের মুখোশ খুলে দেওয়া এখন সময়ের দাবী। জাবরহাট ইউনিয়ন কে মাদকমুক্ত করতে সবার সহযোগিতা আমাদের একান্ত কাম্য।
Posted ৪:২৮ পূর্বাহ্ণ | রবিবার, ৩১ মে ২০২০
দৈনিক প্রথম দৃষ্টি | প্রথম দৃষ্টি