| বুধবার, ১৭ জুন ২০২০
সুজন, ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁও সদর উপজেলায় আট বছরের শিশুকে যৌনপীড়নের অভিযোগে প্রতিবেশীর বিরুদ্ধে মামলা হয়েছে।
সদর থানার ওসি তানভিরুল ইসলাম জানান, বুধবার দুপুরে ওই শিশুর বাবা বাদি হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে তাদের থানায় মামলাটি দায়ের করেন।
মামলার একমাত্র আসামি সদর উপজেলার গড়েয়া ইউনিয়নের ভোপলা গ্রামের ৫৫ বছর বয়সী এক ব্যক্তি।
মামলার নথির বরাতে ওসি তানভিরুল ইসলাম বলেন, সোমবার সকালে ওই এলাকার আট বছরের একটি মেয়ে বাড়ির পাশে ফুপুবাড়ি বেড়াতে যায়। সেখান থেকে প্রতিবেশী এক ব্যক্তি তাকে আম দেওয়ার লোভ দেখিয়ে নিজের বাড়িতে নিয়ে তাকে যৌননিপীড়ন করেন বলে মামলায় অভিযোগ করা হয়েছে।
ওসি বলেন, শিশুটির চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে গেলে ওই ব্যক্তি পালিয়ে যান। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
Posted ১১:৪২ পূর্বাহ্ণ | বুধবার, ১৭ জুন ২০২০
দৈনিক প্রথম দৃষ্টি | প্রথম দৃষ্টি