ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ | শনিবার, ২৩ অক্টোবর ২০২১
নবাগত ঠাকুরগাঁও সদর উপজেলার নির্বাহী অফিসার আবু তাহের মোঃ সামসুজ্জামানের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকাল ৩ টায় ঠাকুরগাঁও সদর উপজেলা পরিষদ হলরুমে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। গত ১৩ অক্টোবর ঠাকুরগাঁও সদর উপজেলার নির্বাহী অফিসার হিসেবে যোগদান করে আবু তাহের মোঃ সামসুজ্জামান।
মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী অফিসার আবু তাহের মোঃ সামসুজ্জামান এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী, সাধারণ সম্পাদক লুৎফর রহমান মিঠু, সাবেক সাধারণ সম্পাদক বদরুল ইসলাম বিপ্লব, সাবেক সহ-সভাপতি শাহিন ফেরদৌস, ঠাকুরগাঁও অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাকিল আহমেদ প্রমুখ।
সভায় ঠাকুরগাঁওয়ের কর্মরত ঠাকুরগাঁও প্রেসক্লাব, ঠাকুরগাঁও অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ও ঠাকুরগাঁও টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় উপজেলার আর্থ-সামাজিক অবস্থা, রাজনৈতিক ও ধর্মীয় পরিবেশ,আইন-শৃংখলা পরিস্থিতি, মাদক চোরাচালান, বাল্যবিবাহ, অবৈধ বালু উত্তোলন সহ বিভিন্ন বিষয়ে সাংবাদিকদের সাথে গুরত্বপুর্ণ আলোচনা হয়।
Posted ৫:১৯ অপরাহ্ণ | শনিবার, ২৩ অক্টোবর ২০২১
দৈনিক প্রথম দৃষ্টি | প্রথম দৃষ্টি