ঠাকুরগাঁও প্রতিনিধি: | বুধবার, ০৬ অক্টোবর ২০২১
ঠাকুরগাঁওয়ে স্ত্রীকে হত্যা করে থানায় স্বামী হবিবর রহমান(৫৫)আত্মসমর্পণ করেছেন। বুধবার (৬অক্টোবর) ভোরে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার হোসেনগাঁও গ্রামের এই ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ৫ অক্টোবর (মঙ্গলবার) রাতে খাওয়া দাওয়া শেষে হবিবর রহমান ও রুখসানা বেগম(৫০) তাদের ঘরে শুয়ে ঘুমিয়ে পড়ে। পরদিন ফজরের আজানের পর ভোর ৬টার দিকে হবিবর স্ত্রী রুখসানাকে ডেকে তোলার চেষ্টা করে। এতে রুখসানা ঘুম থেকে জাগ্রত না হলে এক পর্যায়ে সে ঘুমন্ত স্ত্রীকে লোহার শাবল দিয়ে মাথায় আঘাত করে হবিবর রহমান। এতে ঘটনাস্থলেই স্ত্রী রুখসানার মৃত্যু হয়। পরে উন্মত্ত অবস্থায় হবিবর সাইকেলযোগে রাণীশংকৈল থানায় এসে স্ত্রীকে খুন করার কথা জানায়। ঘটনার বিষয় রাণীশংকৈল থানার পুলিশ খোঁজখবর নিয়ে নিশ্চিত হয়ে হবিবরকে আটক করে।
পরে ঘটনাস্থলে এএসপি (সার্কেল) তোফাজ্জল হোসেন, রাণীশংকৈল থানার অফিসার ইনচার্জ এসএম জাহিদ ইকবাল ও পিবিআই টিম পরিদর্শন করেন। এই রিপোর্ট লেখা অব্দি কি কারণে রুখসানাকে হত্যা করা হয়েছে তার সঠিক খবর জানা যায়নি।
Posted ১০:১৩ পূর্বাহ্ণ | বুধবার, ০৬ অক্টোবর ২০২১
দৈনিক প্রথম দৃষ্টি | প্রথম দৃষ্টি