ঠাকুরগাঁও প্রতিনিধিঃ | মঙ্গলবার, ১৩ জুলাই ২০২১
ঠাকুরগাঁওয়ে ৩শ শ্রমিকদের মাঝে ত্রাণ বিতরণ করেছে জেলা প্রশাসন। মঙ্গলবার (১৩ জুলাই) দুপুর ২ টায় ঠাকুরগাঁও শহীদ মোহাম্মদ আলী স্টেডিয়ামে ত্রাণ বিতরণ কর্মসূচীর উদ্বোধন করেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক মাহবুবর রহমান ।
লকডাউনে ঠাকুরগাঁও জেলা প্রশাসনের উদ্যোগে ও ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয় থেকে বরাদ্দকৃত প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ঠাকুরগাঁওয়ে কর্মহীন হয়ে পড়া ক্ষতিগ্রস্ত ৩শ জন রিকশা ও ভ্যান চালক শ্রমিকদের মাঝে এসব ত্রান সামগ্রী বিতরণ করা হয়।
ত্রাণে চাল, ডাল, তেল, সাবান, সব বিভিন্ন খাদ্য সামগ্রি রয়েছে।
ত্রাণসামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন, ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, ট্রাফিক ইন্সপেক্টর হারুন আল মাসুদ সরকার, প্রথম আলোর ঠাকুরগাঁও প্রতিনিধি মজিবর রহমান খান, রিকশা অটোরিকশা ভ্যান ইউনিয়নের শ্রমিক নেতা সিদ্দিক, আবু তাহের, জাবেদ ইসলাম প্রমুখ।
Posted ৯:৫৬ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১৩ জুলাই ২০২১
দৈনিক প্রথম দৃষ্টি | প্রথম দৃষ্টি