| মঙ্গলবার, ২৪ মার্চ ২০২০
সুজন ঠাকুরগাঁও প্রতিনিধি ঃ ঠাকুরগাঁও জেলা প্রশাসককের নির্দেশনায় ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার বালিয়া ইউনিয়নের ভুল্লী বাজারের দোকান ও আড়তগুলোতে জেলা বাজার মনিটরিং এর সদস্যদের নিয়ে চাল ও নিত্যপ্রয়োজনীয় খাদ্যের মূল্য নিয়ন্ত্রনে বাজার মনিটর করেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক নূর কুতুবুল আলম।
তিনি মূল্য তালিকা না থাকা ও দাম বেশী নেয়ায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এসময় ৫ জন ব্যবসায়ীকে মোট ১৭০০০ টাকা জরিমানা করেন। এসময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে যে বিষয়গুলো পরিলক্ষিত হয়, সেগুলো হলো- ১, খুচরা দোকানে মুল্য তালিকা নেই। ২ ,পন্যের দাম অযাচিতভাবে বৃদ্ধি। ৩ ,আগে কেনা/ মজুদকৃত দ্রব্য এখন বেশি দামে বিক্রি। ৪ ,আড়ৎগুলোতে দামের হেরফের।
এ বিষয় গুলো ব্যবসায়ীগন পরিহার করবেন। জনস্বার্থে ভ্রাম্যমাণ আদালত চলমান থাকবে।
Posted ৮:০৮ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২৪ মার্চ ২০২০
দৈনিক প্রথম দৃষ্টি | প্রথম দৃষ্টি