| সোমবার, ২৭ এপ্রিল ২০২০
তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি :
পঞ্চগড়ের তেতুঁলিয়ায় কর্মরত ডাক্তার-নার্স, পুলিশ ও সাংবাদিকদের জন্য পার্সোনাল প্রটেক্টিভ ইক্যুইপম্যান্ট (পিপিই) দিলেন সাবেক উপজেলা পরিষদ সাবেক চেয়ারম্যান ও বিশিষ্ট ব্যবসায়ী রেজাউল করিম শাহিন।
সোমবার(২৭ এপ্রিল) সকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ আবুল কাশেমের হাতে ডাক্তার ও নার্সদের জন্য ৮ সেট পিপিই প্রদান করেন রেজাউল করিম শাহিন। সেই সাথে মডেল থানার পুলিশদের জন্য অফিসার ইনচার্জ জহুরুল ইসলামের হাতে ১৫ সেট পিপিই তুলে দেন। সেসময় ওসি (তদন্ত) মোঃ আবু সাইদ চৌধুরী উপস্থিত ছিলেন। পরে তেঁতুঁলিয়া উপজেলায় কর্মরত সাংবাদিকদের জন্য ১২ সেট পিপিই প্রদান করেন তিনি।
এসময় তেতুঁলিয়া প্রেসক্লাবের আহবায়ক ডিজার হোসেন বাদশা, সদস্য সচিব আতিকুজ্জামান শাকিল, সিনিয়র সাংবাদিক আশরাফুল ইসলাম, এসকে দোয়েল, সোহাগ হায়দার, দেলোয়ার হোসাইন নয়ন, মোবারক হোসেন, আহসান হাবীব, রবিউল ইসলাম রতন প্রমুখ উপস্থিত ছিলেন।
সাবেক উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম শাহিন বলেন, মহামারী করোনা ভাইরাস মোকাবেলায় সম্মুখ যোদ্ধা হিসেবে যারা জীবন বাজী রেখে সবচেয়ে বেশি ঝুকি নিয়ে কাজ করছেন তাদের মধ্যে অন্যতম ডাক্তার নার্স, পুলিশ ও সাংবাদিকরা। এই তিন পেশার মানুষদের বলা হয় করোনা যোদ্ধা। আর এসব করোনা যোদ্ধাদের জন্য ব্যক্তিগত নিরাপত্তা সরঞ্জাম (পিপিই) অত্যন্ত জরুরী। তাই ব্যক্তিগত উদ্যোগে এসব পিপিই উপহার দিলেন বলে জানান।
Posted ১০:৫৬ পূর্বাহ্ণ | সোমবার, ২৭ এপ্রিল ২০২০
দৈনিক প্রথম দৃষ্টি | প্রথম দৃষ্টি