| বুধবার, ২৭ মে ২০২০
নোবিপ্রবি প্রতিনিধি
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) গর্ব, বিশিষ্ট সমুদ্র বিজ্ঞানী রিসার্চ সেল এবং পরিচালক (ভারপ্রাপ্ত) নীল দল নোবিপ্রবির উপদেষ্টা মন্ডলীর সদস্য ও সহযোগী অধ্যাপক ড.বেলাল হোসেন Glycerid polycehaete এর একটি নতুন প্রাণী আবিষ্কার ও এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মরণে ‘Glyceria Sheikhmujibi’ নামকরণ করায় তাকে এবং তার গবেষণায় সহোযোগী উভয়কে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে বঙ্গবন্ধুর আদর্শ, বাঙালি জাতীয়তাবাদ ও মহান মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী অসাম্প্রদায়িক শিক্ষা দর্শনে লালিত শিক্ষক সংগঠন নোবিপ্রবি নীলদল।
আজ ২৭ মে বুধবার নীলদলের সভাপতি ড. ফিরোজ আহমেদ এবং সাধারণ সম্পাদক বিপ্লব মল্লিক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে অভিনন্দন জানায় নীল দল।
ড. বেলালের উত্তরোত্তর সাফল্যও কামনা করেছে সংগঠনটি।
Posted ৯:০৯ পূর্বাহ্ণ | বুধবার, ২৭ মে ২০২০
দৈনিক প্রথম দৃষ্টি | প্রথম দৃষ্টি