| মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২০
মোঃ শরীফুজ্জামান,বাসাইল(টাঙ্গাইল) প্রতিনিধিঃ
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দুই ট্রাকের সংঘর্ষে এক ট্রাক চালকের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছে ট্রাকের হেলপার ও দুই যাত্রীসহ ৩ জন। আজ মঙ্গলবার (২১ এপ্রিল) রাত ৩ টায় মহাসড়কের বাসাইল উপজেলার গুল্যা নামক এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এ খবর পেয়ে রাতেই দ্রুত টাঙ্গাইল ফায়ার সার্ভিস টিম ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম চালায়।
টাঙ্গাইল ফায়ার সার্ভিসের সিনিয়র অফিসার সফিকুল ইসলাম জানান- ট্রাক চালক ঠাকুরগাঁও সদর উপজেলার বাসিন্দা ও আহত ট্রাকের হেলপার একই উপজেলার নিশিন্তপুর গ্রামের বাসিন্দা মো. নাঈম (২৮)। দুই যাত্রী হলেন- নওগাঁ জেলার বাসিন্দা মোছাঃ জান্নাতুল (২৪) ও মো. ফারুক (২৮)। মঙ্গলবার রাতে পণ্যবাহী একটি ট্রাক ( (ঢাকা মেট্রো-ড-১১-৮৩৪৭) ঢাকা থেকে ছেড়ে আসা ঠাকুরগাঁও যাচ্ছিলেন। পথিমধ্য মহাসড়কের গুল্যা নামক স্থানে পৌঁছালে সেখানে দাঁড়িয়ে থাকা অপর একটি ট্রাককে (ঢাকা মেট্রো-ট-১১-৫৫৯১) ধাক্কা দিলে পণ্যবাহী ট্রাকটি নিয়ন্ত্রণ হারায়। ঘটনাস্থলে ট্রাক চালকের মৃত্যু হয়। আহত হয় হেলপার ও দুই যাত্রী। পরে আহতদের উদ্ধার করে ফায়ার সার্ভিসের এ্যাম্বুলেন্স গাড়িতে নিয়ে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করানো হয়েছে।
সফিকুল ইসলাম আরও জানান- আহত অবস্থায় উদ্ধাররত দুই যাত্রী ঢাকা সাভার বাসস্ট্যান্ড থেকে গ্রামের বাড়ি নওগাঁ যাওয়ার জন্য ওই পণ্যবাহী ট্রাকে উঠেছিল।
Posted ৯:৩৩ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২০
দৈনিক প্রথম দৃষ্টি | প্রথম দৃষ্টি