| বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২০
সুজন ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ঢাকা থেকে ঠাকুরগাঁওয়ে আসার সময় ১০টি গাড়ীসহ প্রবেশ দ্বারে ৯০ জন যাত্রীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে ১টি বাস,১টি অ্যাম্বুলেন্স, ৪টি মাইক্রোবাস,১টি পিকভ্যান ও ৩টি প্রাইভেট কার আটক করা হয়।
পরে সদর উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন ১০ জন গাড়ি চালককে ৫ হাজার টাকা জরিমানা ও ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। সেই সাথে ঢাকা থেকে আসা ৯০ জনকে জেলা যুব উন্নয়ন কার্যালয়ে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেন।
উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন জানান, এই ৯০ জন যাত্রী ঢাকা থেকে অবৈধ ভাবে ঠাকুরগাঁওয়ে প্রবেশ করছিলো। তাদের আটক করা হয়েছে। পরবর্তীতে কেউ ঢাকা থেকে আসলে একই ব্যবস্থা নেয়া হবে।
Posted ১১:১৮ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২০
দৈনিক প্রথম দৃষ্টি | প্রথম দৃষ্টি