| বৃহস্পতিবার, ০২ জানুয়ারি ২০২০
রবিউল ইসলাম রতন:দেশের সর্ব উত্তরের উপজেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় শীতার্ত মানুষের মাঝে কম্বল ও শীতবস্ত্র উপহার দিলো ”তারুণ্য” নামে একটি সেচ্ছাসেবী সামাজিক সংগঠন।
বৃহস্পতিবার ( ২ জানুয়ারি) দুপুরে উপজেলার শালবাহান দ্বি:মুখি উচ্চ বিদ্যালয় মাঠে শীতার্তদের মাঝে এই শীতবস্ত্র উপহার দেয়া হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কুলের প্রধান শিক্ষক আবু বক্কর সিদ্দিক কাবুল,উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা দেলোয়ার হোসেন নয়ন, মাজেদুর রহমান , হুমায়ুন কবির হিটলার, মাহবুবুর রশিদ মিল্টন সহ সংগঠনের সভাপতি মেহেদী হাসান রুবেল ও সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।
সংগঠনের সভাপতি মেহেদী হাসান রুবেল বলেন, আমরা উপজেলায় বিভিন্ন সেচ্ছাসেবী কার্যক্রম করে আসছি, তেঁতুলিয়ায় দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করে আমরা আমাদের সংগঠনের মাধ্যমে সাধ্য মতো চেস্টা করেছি উপজেলার এই শীতার্ত মানুষের পাশে এসে দাঁড়াতে। আমরা আজ ২০০ শীতবস্ত্র ও ২০০ কম্বল দিয়েছি শীতার্তদের। সামনেও আমাদের সেচ্ছাসেবী কার্যক্রম চলমান থাকবে।
Posted ১১:৪১ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ০২ জানুয়ারি ২০২০
দৈনিক প্রথম দৃষ্টি | প্রথম দৃষ্টি