| রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২০
ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট,পঞ্চগড়ঃ
পঞ্চগড়: উচ্চতায় একটু খাটো এবং মুখে ব্রণ হওয়ায় বার বার বিয়ে ভেঙ্গে যাওয়াও পরিবারের সাথে অভিমান করে গলায় ওড়না পেঁচিয়ে আত্বহত্যা করেছে সুলতানা আক্তার (২২) নামে এক কলেজ ছাত্রী। সে পঞ্চগড় মকবুলার রহমান সরকারী কলেজের অনার্স চতুর্থ বর্ষের ছাত্রী।
গত শুক্রবার (৪ সেপ্টেম্বর) দিবাগত রাতে জেলার তেঁতুলিয়া উপজেলায় দেবনগড় ইউনিয়নের বাংলাচন্ডী গ্রামে এই ঘটনাটি ঘটে। শনিবার (৫ সেপ্টেম্বর) বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেন দেবনগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ইউপি) মহসিনুল হক।
স্থানীয় সূত্রে জানা যায়, সুলতানা আক্তার নামে ওই ছাত্রী দেখতে উচ্চতায় একটু খাটো এবং মুখে ব্রণ ছিলো। তাকে ছেলে পক্ষ দেখতে এলে খাটো এবং ব্রণ সমস্যার কারণে বার বার তার বিয়েতে না করে দিত। গত ৩-৪ দিন আগে সুলতানার সাথে একই ঘটনা ঘটায় পরিবারের সদস্যদের মুখে নানা রকম কথাবার্তা শুনে সে। পরে একপর্যায়ে অভিমান করে পরিবারের লোকজনের অগোচরে নিজ শয়ন কক্ষে রাতে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে সে। পরে খবর পেয়ে তেঁতুলিয়া মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল রেকর্ড করে।
তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, মৃতের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় এ ঘটনায় থানায় অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।
Posted ৪:৩৪ পূর্বাহ্ণ | রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২০
দৈনিক প্রথম দৃষ্টি | প্রথম দৃষ্টি