| রবিবার, ২১ জুন ২০২০
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে চলতি বছরকে ‘মুজিববর্ষ’ ঘোষণা করা হয়েছে। এ উপলক্ষে সারা দেশে বৃক্ষরোপণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর নির্দেশনাকে বাস্তবায়ন করতে নেতাকর্মীদের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক।
এরই প্রেক্ষিতে আজ রবিবার (২১ জুন) পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলা দেবনগর ইউনিয়নে ছাত্রলীগের কর্মী নূর আলম সিদ্দিকের ব্যবস্থাপনায় উপজেলা ছাত্রলীগের নেতৃত্বে
দেবনগর দ্বিঃমুখী উচ্চ বিদ্যালয়, দেবনগর স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্র ও ভজনপুর প্রতিবন্ধী স্কুলে বৃক্ষ রোপনের মধ্য দিয়ে বৃক্ষরোপন কর্মসূচির শুভ উদ্বোধন করে, পর্যায়ক্রমে তারা ১ শ অধিক বৃক্ষরোপণ করবে বলে জানান তারা।
বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন তেঁতুলিয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি আসফাকুর রহমান সোহান, সাধারণ সম্পাদক কাজী মাসফিকুর রহমান সাকিব। ছাত্রলীগ কর্মী তমাল, প্রমি, নয়ন, বাপ্পি, শামীম রেজা, রাব্বি হাসান, হিমু, সফিকুল, মহসিন, বাসার, তুষার বাবু সহ আরো প্রমূখ ।
Posted ১১:২৮ পূর্বাহ্ণ | রবিবার, ২১ জুন ২০২০
দৈনিক প্রথম দৃষ্টি | প্রথম দৃষ্টি