তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি : | রবিবার, ১১ অক্টোবর ২০২০
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন দৈনিক সবুজ নিশানের সম্পাদক এডভোকেট আবু সাঈদ সোহান। রবিবার রাত পৌনে আটটায় পিকনিক কর্ণার বেরং কমপ্লেক্সে সংবাদমাধ্যমের মফস্বল সাংবাদিকতার উপর গুরুত্বপূর্ণ বিষয়ের উপর তিনি মতবিনিময় করেন। এসময় তিনি মফস্বল সাংবাদিকতার বাস্তবতার উপর সাংবাদিকদের বিভিন্ন মতামত শ্রবণ করেন। সেই সাথে পঞ্চগড়ের তেঁতুলিয়া দেশের অন্যতম সুপরিচিত পর্যটন এলাকা ও বিশাল অর্থনীতির সম্ভাবনাময় অঞ্চল হিসেবে আখ্যায়িত করে এখানকার সাংবাদিকদের ইউনিটির মাধ্যমে কল্যাণ ট্রাস্ট গঠন করে কিভাবে উন্নয়ন করা যায় সে বিষয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ দেন।
এসময় তেঁতুলিয়ার কর্মরত সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন দৈনিক ইত্তেফাকের আশরাফুল ইসলাম, দিনকালের সোহরাব আলী, ইনকিলাবের আবু তাহের আনসারী, সংবাদের আব্দুর রাজ্জাক, আমাদের সময় এর এস কে দোয়েল, সকালের সময় এর আতিকুজ্জামান শাকিল, চ্যানেল এস এর আহসান হাবিব, দৈনিক অধিকারের মোবারক হোসাইন, দৈনিক আস্থার দেলোয়ার হোসেন নয়ন, দৈনিক সবুজ নিশানের জুলহাস উদ্দিন ও দৈনিক আমার সংবাদের রবিউল ইসলাম রতন প্রমুখ।
Posted ৪:৫১ অপরাহ্ণ | রবিবার, ১১ অক্টোবর ২০২০
দৈনিক প্রথম দৃষ্টি | প্রথম দৃষ্টি