| সোমবার, ০৪ মে ২০২০
রবিউল ইসলাম রতন
প্রতি দিনই সারা দেশে বাড়ছে করোনা আক্রান্তর সংখ্যা। ঘোষিত লকডাউনে কর্মহীন শ্রমজীবীরা, খাদ্য সংকট দেয়া দিয়েছে সর্বত্র। করোনার এই পরিস্থিতিতে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় অসহায় ৩ হাজার পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের খাদ্য (১০ কেজি চাল) সামগ্রী তুলে দেয়া হয়।
উপজেলার ইউনিয়ন পরিষদের মাধ্যমে
সোমবার (৪ মে) এই খাদ্য সামগ্রী (চাল) বিতরণ করা হয়।
উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামিলীগের সাধারন সম্পাদক কাজী মাহমুদুর রহমান ডাবলু বলেন, উপজেলা প্রশাসন ও পরিষদ এই করোনা পরিস্থিতি প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের খাদ্য সামগ্রী অসহায়দের খুজে খুজে তাদের মাঝে বিতরণ করা হচ্ছে, একই সাথে দলীয় ভাবেও অসহাদের সহায়তা করা হচ্ছে।
Posted ১:১৮ অপরাহ্ণ | সোমবার, ০৪ মে ২০২০
দৈনিক প্রথম দৃষ্টি | প্রথম দৃষ্টি